৪২। খুব সহজেই কয়েকটি ক্লিকে ডিভিডি ফাইলকে কাট করুন, নো টেনশন! ১ মিনিটেই কাজ শেষ!!
পোস্টটি দেখেছেনঃ 1048 জন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের শেষ টুইটস।
আমরা অনেকেই ডিভিডি ফরম্যাটে সিনেমা/মূভি বা অন্য কিছু দেখে থাকি।
অনেকের শখ জাগে ঐ সকল ডিভিডি থেকে যদি কোন ছবির বা মুভির শুধুমাত্র গানের
অংশ সেভ করে রাথতে পারতাম বা কোন পচ্ছন্দনীয় অংশ কেটে রাখতে পারতাম
ইত্যাদি। কিন্তু কাজ না জানার কারনে অনেকের এই ইচ্ছাটা পূরন হয় না। তাই
আফসোস করে অনেকেই পুরো ছবি বা মুভি পিসিতে সেইভ করে রাখেন। এতে দেখা যায়,
পিসির অযথা হার্ডডিস্কের জায়গা দখল করে রাখে।

যাই হোক আজ আমি আপনাদের কে এমন একটি
সফটওয়্যার দিচ্ছি যার মাধ্যমে যে কোন ডিভিডির ফরম্যাট হতে কোন ছবি বা
মুভিকে নিদিষ্ট অংশ কেটে সেইভ করতে পারবেন। এই সফট ওয়্যারটির নাম DVD
Cutter plus । মাত্র ১.৭০ মেগাবাইটের ফাইল ও ফ্রী ভার্সন। এর পূর্বে হয়ত
অনেকে অনেক রকম টুলস ব্যবহার করেছেন। কিন্তু ঐ সকল টুলস গুলোই ভাল, মন্দ
বলছিনা। তবে যারা নতুন ব্যবহারকারী। অত প্যাচ-গোছ বুঝবেন না তাদের DVD
Cutter plus চাহিদা মেটাতে পারবে বলে মনে করি।
সফটওয়্যারটি ইনষ্টল করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-

১। এবার যে ফাইলটি নিয়ে কাজ করতে চান open এ- ক্লিক করে দেখিয়ে দিতে হবে।
২। কাজের পালা। ভিডিও ফাইলটির যে অংশ নিয়ে
কাজ করতে চান প্রথমত সেই অংশটিকে সিলেক্ট করতে Mark এ- ক্লিক করুন>
সিলেকশন শেষ হলে Mark End এ-ক্লিক করুন > পরিশেষে Play Selected এ-ক্লিক
করুন। তাহলে দেখবেন সিলেকশন হিসাবে ভিডিওটির বাম ও ডান পাশে সবুজ চিহৃ শো
করছে।
৩। এবার ভিডিও ফাইলটি কোথায় সেইভ করতে চান এটি করতে Save বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ
এবার নিজের তৈরি করা ফাইল উপভোগ করুন।
DVD Cutter plus সফট ওয়্যারটি ডাউনলোড করতে আমার দেয়া এই লিংকে ক্লিক করুন-
http://www.ziddu.com/download/18540718/AMDDVDCutterPlus.zip.html

N.B- : DO NOT COPY MY ANY COLLECTION & AND DO NOT SHARE IT OF OTHER PERSONS ™ AMD
|